User profile picture

আগিয়া উচ্চ বিদ্যালয়,পূর্বধলা

EIIN: 1116786, পূর্বধলা, নেত্রকোনা

PRINCIPAL SAYS

মোঃ বদরুজামান

প্রধান শিক্ষক

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনটি শব্দমূলে নির্ভর করছে একটি উন্নত আদর্শ সু-প্রতিষ্ঠিত ব্যক্তির পরিচয় । একজন সু-শিক্ষিত ব্যক্তিত্ব পরিচিতি লাভ করতে চাইলে প্রথমেই প্রয়োজন অধ্যবসায়, ইচ্ছাশক্তি এবং সুশৃংখল জীবন অর্থাৎ যেখানে থাকবে আত্মত্যাগ, সংযম এবং নীতিবোধ সম্পন্ন ব্যক্তিত্বের প্রকাশ। একমাত্র শিক্ষাই পারে ব্যক্তির মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে। ব্যক্তির মধ্যে রচনা করতে পারে সঠিক মূল্যবোধ ও প্রকৃত শিক্ষার ভিত তৈরি করতে। ছোট চারা গাছ যেমন পর্যাপ্ত যত্নে পরিণত গাছে পরিগণিত হয় ঠিক তেমনি মূল শিক্ষার বৃদ্ধি পায় তখনই যখন শিক্ষার প্রকৃত অর্থ ব্যক্তির মধ্যে মূল্যবোধের পরিচয় প্রকাশ করে। ব্যক্তি পরিপূর্ণ শিক্ষার আলোয় নিজেকে সুপ্ত প্রতিভায় বিকাশ ঘটিয়ে প্রস্ফুটিত হয় এবং বিশ্বের মাঝে নিজেকে পরিচিতি লাভে সক্ষম হয়। শুধু তাই নয়, ঝরে পড়া, অবহেলায়, উদাসীনতায়, অসচেতনতার বেড়াজলে ভেঙে যারা প্রকৃত শিক্ষা জন্য প্রাণপাত করে, শিক্ষাকে ধারণ করতে চায়, বিকীর্ণ করতে চায় সে সমস্ত বিষয় চিন্তা করে আমাদের প্রয়াস । এই পরিপ্রেক্ষিতে বলতেই পারি। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় বর্তমানে সরকারের লালিত স্বপ্নে আমরাও স্বপ্ন গড়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ী ।

© 2023 Copyright: আগিয়া উচ্চ বিদ্যালয়,পূর্বধলা প্রযুক্তিগত সহায়তা: আরবান আইটি